ভোলাহাটে জেলা প্রশাসকের বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভা

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদক বিরোধী মতবিনিময় সভা করেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক এ জেড এম নুরুল হক। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা পারভীনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ভোলাহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, ভোরাহাট যুব উন্নয়নঅফিসার কামরুজ্জামান সর্দার, ভোলাহাট থানা অফিসার ইনর্চাজ নাসির উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন ভোলাহাট আওয়মী লীগের সভাপতি প্রকৌশলী আমিনুল হক ও সেক্রেটারি মুক্তিযোদ্ধা  ডাঃ আসরাফুল হক (চুনু), জেলা পরিষদ সদস্য পিয়ার জাহান ও হুসনে আরা পাখি, ভোলাহাট উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আলহাজ¦ নুরুল ইসলাম, ভোলাহাট প্রেসকাবের সভাপতি তাজামুল হক আরাফাত।
বক্তারা সন্ত্রাস-জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও মাদকসহ ভোলাহাট উপজেলার যাতায়াতের একমাত্র রাস্তা ভোলাহাটের রাস্তা সংস্কারসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
শেষ সমাজসেবা অধিদপÍর থেকে ৪০ জন অসহায় মানুষের মাঝে ৮৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়।

 চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক ভোলাহাট/ ০৮-১১-১৮

,