সড়কে সড়কে মানববন্ধন ❀ নিরাপদ সড়কের দাবি

“আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো” এই শ্লোগানকে সামনে রেখে সোমবার চাঁপাইনবাবগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা প্রশাসনের সহযোগিতায় ও বাংরাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) এর আয়োজনে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, মটর শ্রমিক-চালক, শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার টি.এম মোজাহিদুল ইসলাম বিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ড. চিত্রলেখা নাজনীন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট দেবেন্দ্র নাথ উরাঁও, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আখতার, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল হান্নান হান্নু, নিরাপদ সড়ক চাই এর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি সফিকুল আলম ভোতা, সড়ক ও জনপথ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী এম আতিকুল্লাহ, বিআরটিএ’র চাঁপাইনবাবগঞ্জ জেলার মটরযান পরিদর্শক জাহাঙ্গীর আলম, সহকারী মটরযান পরিদর্শক আশরাফুল ইসলাম, জেলা ট্রাক ও শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান, ট্রাফিক বিভাগের পরিদর্শক আনিসুজ্জামান, নিরাপদ সড়ক চাই’র চাঁপাইনবাবগঞ্জ  জেলা কমিটির সহ-সম্পাদক ফারুকা বেগম।

এদিকে চাঁপাইনবাবগঞ্জ- রাজশাহী মহাসড়কে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেনের নেতৃত্বে শিক্ষক-শিক্ষার্থীরা মানববন্ধনে অংশ নেন।
এ সময় মানববন্ধনে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিভিন্ন ফেস্টুন লিখে প্রদর্শন করে।  পরে নিরাপদ সড়ক এর সচেতনামূলক  লিফলেট বিতরণ করা হয়।
অন্যদিকে নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়, গ্রীণভিউ উচ্চ বিদ্যালয়, কামাল উদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয়, হরিপুর ১নং বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুল, কলেজে মানববন্ধন অনুষ্ঠিত হয় ।

শিবগঞ্জ 

আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান,
‘আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ এই প্রতিপাদ্যে- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। এ উপলে সোমবার সকালে বর্ণাঢ্য র‌্যালী ও লিফলেট বিতরণের আয়োজন করে উপজেলা প্রশাসন। র‌্যালিটি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে জনসাধারণ মাঝে লিফলেট বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেন। এছাড়া শিবগঞ্জ মহিলা ডিগ্রি কলেজ, শিবগঞ্জ ¯œাতক মহাবিদ্যালয়, ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়, চককীর্তি স্কুল অ্যান্ড কলেজসহ বিভিন্ন শিাপ্রতিষ্ঠানের শিার্থীরা রাস্তায় দাঁড়িয়ে ব্যানার ফেস্টুন নিয়ে নিরাপদ সড়ক গড়তে সকলকে সচেতন হয়ে ট্রাফিক আইন মেনে চলার আহবান জানান। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
নাচোল 


আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে উপজেলা প্রশাসন ও বিভিন্ন শিা প্রতিষ্ঠানের উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।সোমবার সকাল সাড়ে ১০টায় নাচোল বাসস্ট্যান্ড মোড়ে বিভিন্ন শিা প্রতিষ্ঠানের শিার্থী ও শিকদের অংশগ্রহনে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলঅ নির্বাহী কর্মকর্তা  মোহাম্মদ নাজমুল হক,পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ, উপজেলা সহকারি মাধ্যমিক শিা কর্মকর্তা দুলাল উদ্দিন খান ,উপজেলা কৃষি কর্মকর্তা সত্যেন কুমার,বীরমুক্তিযোদ্ধা মতিউর রহমান সহ প্রমূখ।
গোমস্তাপুর 

আমাদের গোমস্তাপুর প্রতিবেদক জানান, 'আইন মেনে চলবো, নিরাপদ সড়ক গড়বো’ প্রতিপাদ্য নিয়ে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরেও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে। গোমস্তাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে উপজেলা চত্ত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে রহনপুর পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে কলোনী মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান, সহকারী কমিশনার ভূমি মিন্টু বিশ্বাস, কৃষি অফিসার মাসুদ হোসেন, উপজেলা মৎস্য অফিসার আমিনুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফেরদৌসি বেগম, উপজেলা শিক্ষা অফিসার আবুল বাসার শামসুজ্জামান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৫ শতাধিক শিক্ষাথী উপস্থিত ছিলেন। পরে নিরাপদ সড়ক এর সচেতনামূলক  লিফলেট বিতরণ করা হয়।

ভোলাহাট 

আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে যখাযথ মর্যাদায় জাতীয় নিরাপদ সড়ক দিবস সোমবার সকাল ১০টায় উদ্যাপিত হয়েছে। এলক্ষ্যে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত দিবসটি উদ্যাপনে একটি বর্ণাঢ্য র‌্যালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। এর আগে তেলীপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় দিবসটি পালনে র‌্যালি ও মানববন্ধন করে। আলোচনা সভায় নয়া ইউএনও মাহমুদা পারভিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন, প্রভাষক  আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা সদস্য ও উপজেলা আওয়ামীলীগ কোষাধ্যক্ষ পিয়ারজাহান ও মহিলা সদস্য হোসনে আরা পাখি, নয়া অফিসার ইনচার্জ নাসির উদ্দিন মন্ডল, ভাইস চেয়ারম্যান ডাঃ লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরস রেখা, বীরমুক্তিযোদ্ধা আফসার আলী, ভোলাহাট পল্লী বিদ্যুৎ জোনের এজিএম রুহুল আমিন, যুব উন্নয়ন অফিসার কামরুজ্জামান সরদার, শিক্ষা অফিসার এস.এম মিজানুর রহমান, সমবায় অফিসার আবুল কাশেম মন্ডল।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২২-১০-১৮

, , , ,