গোমস্তাপুরে ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে স্মরণ সভা
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে কিংবদন্তী ব্যান্ড শিল্পী আইয়ুব বাচ্চু স্মরণে শোকসভা, মরহুমের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত ও সংগীত সন্ধার আয়োজন করা হয়। মঙ্গলবার সন্ধায় গোমস্তাপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গোমস্তাপুর উপজেলা প্রেসকাবের সভাপতি নুর মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রহনপুর পৌর মেয়র তারেক আহমদ। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার ভূমি শিহাব রায়হান। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসকাবের সাধারণ সম্পাদক আসাদুল্লাহ আহম্মদ, সূর্যদিগন্ত শিল্পগোষ্ঠির সভাপতি সেরাজুল ইসলাম টাইগার, সবুজ সংঘের সভাপতি আশরাফুল ইসলাম আশরাফ, প্রবীণ শিল্পী শ্রী নিরঞ্জন বর্মন প্রমূখ। শোকসভা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সংগীত পরিবেশন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদ গোমস্তাপুর/ ২৪-১০-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদ গোমস্তাপুর/ ২৪-১০-১৮