পরিবহন শ্রমিকদের ধর্মঘট সোনামসজিদ স্থল বন্দরে পণ্য পরিবহন বন্ধ
সকাল থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী মহাসড়কসহ আন্তঃউপজেলা সড়কে পণ্য ও যাত্রীবাহী পরিবহন চলাচল বন্ধ রয়েছে। সকালে শহরের বিশ্বরোড মোড়, বারঘরিয়া গোল চত্বর, শিবগঞ্জের রসুলপুর, ছত্রাজিতপুর এলাকায় শ্রমিকরা পিকেটিং করেছে। পিকেটিংকালে শ্রমিকরা কয়েকটি যান চলাচল বন্ধ করে দেয়। দুপুরে উপজেলা পরিষদ ও শ্রমিক ভবনের সামনে অটোরিক্স, কার গাড়ি, ট্্রাকসহ শ্রমিকদের বাঁধার মুখে পড়ে।
এদিকে, পরিবহন ধর্মঘটের কারণে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থল বন্দরের পণ্য পরিবহন হচ্ছেনা। তবে, বন্ধরে পণ্য লোড আনলোড কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে বন্দর সূত্র জানিয়েছে।
পরিবহন ধর্মঘটের কারণে সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগের মধ্যে পড়েছে। ধর্মঘটের কারণে মহাসড়কে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক /২৮-১০-১৮