ভোলাহাটে গণসংযোগ করলেন মনোনয়ন প্রত্যাশি সৈকত জোয়ার্দ্দার
গণসংযোগকালে তিনি সরকারের উন্নয়ন সংবলিত লিফলেটও বিতরণ করেন এবং এলাকার নারী-পুরুষ এর সাথে কুশল বিনিময় করেন। গণসংযোগকালে অনুষ্ঠিত পৃথক পৃথক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলেছে। দেশে ব্যাপক উন্নয়ন কর্মকান্ড সাধিত হয়েছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নৌকা প্রতিকে ভোট দেবার আহবান জানান তিনি।
প্রচারণা ও গণসংযোগ কালে তাঁর সাথে উপস্থিত ছিলেন, ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আইয়ুব আলী মন্ডল, যুগ্ন সাধারণ সম্পাদক রবিউল আওয়াল, জামবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক রুহুল আমিন আইরন, সাবেক সাধারণ সম্পাদক সুরাত জামাল।
আরো উপস্থিত ছিলেন, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বাক্কার, হাবিবুর রহমান, জাহাঙ্গীর আলম, জিয়ারুল ইসলাম, আব্দুল হক, আনারুল, ইউসুফসহ আওয়ামী লীগের বিভিন্ন অংগসংগঠনের নের্তৃবৃন্দ। জামবাড়িয়া ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন। ভোলাহাট উপজেলা আওয়ামী লীগের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক সৈকত জোয়ার্দারের সাথে সঙ্গী হিসেবে প্রচারণা চালান, অধ্যাপক মেসবাউল হক, ছাত্রনেতা আব্দুল্লাহ, হারুনুর রশীদ, কে এ জহা পলাশ, মাজেদ আলী, আবুল হোসেন, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-১০-১৮