নাচোলে বঙ্গবন্ধু গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অনুর্ধ১৭ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ড কাপ  ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে নাচোল উপজেলা পরিষদ ফুটবল মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মাদ নাজমুল হক এর সভাপতিত্বে উদ্বোধনী খেলায় প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, সরকারী ডিগ্রী কলেজের অফিসার ইনচার্জ হাফিজুর রহমান, নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ,সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান, কসবা ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রকেট। উদ্বোধনী খেলায় উপজেলার কসবা বনাম নাচোল সদর ইউনিয়ন অংশ গ্রহন করে ট্রাইবেকারে ১-০ গোলে কসবা ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ ক্রীড়া প্রতিবেদক/ ০৭-০৯-১৮

,