স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় স্মার্ট জাতীয় পরিচয় পত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম, পৌরসভার মেয়র নজরুল ইসলাম, জেলা নির্বাচন অফিসার আরিফুল হক, চাঁপাইনবাবগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবুল হায়াত মো. রহমতুল্লাহ, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি এরফান আলী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলমগীর হোসেন, সদর উপজেলা নির্বাচন অফিসার কায়সার মোহাম্মদ, চাঁপাইনবাবগঞ্জ প্রেসকাবের সভাপতি আলহাজ্ব মাহবুবুল আলম ও সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রেসকাবের সভাপতি এমরান ফারুক মাসুম ও সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম রঞ্জু।
উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয় চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ১৪টি ইউনিয়নের ১৪টি কেন্দ্রে প্রায় ২ লাখ ৪৪ হাজার ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫ টি ওয়ার্ডের ৭টি কেন্দ্রে প্রায় ১ লাখ ২৮ হাজার নাগরিককে স্মার্ট জাতীয় পরিচয় পত্র প্রদান করা হবে। আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত পৌরসভায় পরিচয় পত্র বিতরণ শেষে ইউনিয়ন পর্যায়ে বিতরণ কার্যক্রম শুরু হবে। যা চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-১৮