র‌্যাবের মাদক বিরোধী অভিযানে ১১ মাদকসেবী ও ব্যবসায়ী আটক

চলমান মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব গত ২৪ ঘন্টায় ১১ মাদকসেবী ও ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃতরা হচ্ছে ১।  ইসলামপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে মাহফুজুর রহমান (৪০), ২। পোড়াগ্রামের মৃত সিদ্দিক আলীর ছেলে এজাবুল হক (৩৮), ৩। গোয়ালবাড়ী এলাকার এনারুলের ছেলে  মুছা (৪০), ৪। স্বর্ণকারপট্টি ইরো এর ছেলে  রমজান (২০), ৫। শ্রীরামপুরে শফিকুল ইসলামের ছেলে আকছার আলী (২৫), ৬। রানীহাটি এলাকার ওবায়দুল হকের ছেলে ওহিদুল ইসলাম (১৮), ৭। লাভাঙ্গা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে সায়েদ (২২), ৮। গোমস্তাপুরে উদয়নগর গ্রামের মৃত জলিলের ছেলে শাহজাহান (৩০), ৯। ঘোড়াপাখিয়া গ্রামের সাইফুর রহমানের ছেলে নাজিমুল ইসলাম (৩০), ১০। শিবগঞ্জে রানীহাটি গ্রামের আব্দুল কাদের ছেলে তুষার আলী (২১), ১১। চরপাড়াতলা গ্রামের খোরশেদ আলমের ছেলে হুমায়ুন কবির (২৬)।
র‌্যাব জানায় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি দল ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালায়। এসময় মাদক সেবন ও বিক্রির দায়ে ১১ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটককৃত ১১ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়। আটককৃত আসামীদের মধ্যে ১নং আসামীকে ০৬ মাসের, ২নং আসামীকে ০২ মাসের, ৩নং হতে ৮নং পর্যন্ত ০৬ জন আসামীকে ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে জেল হাজতে প্রেরণ করা হয় এবং ৯নং ও ১০নং আসামীকে ৫ হাজার টাকা করে  ১০ হাজার টাকা ও ১১নং আসামীকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানাকৃত টাকা তাৎক্ষণিক আদায় করতঃ সরকারী কোষাগারে জমা করা হয়। অভিযানকালে বেশ কিছু মাদকদ্রব্যও উদ্ধার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৮-০৮-১৮