ঐতিহাসিক সোনামসজিদে মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ এলাকায় শিবগঞ্জ উপজেলার মুক্তিযোদ্ধাদের উদ্যোগে গতকাল রবিবার মুক্তিযোদ্ধা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে ঐতিহাসিক সোনামসজিদ চত্বরের বীরশ্রেষ্ঠ শহীদ জাহাঙ্গীরের সমাধির পাশে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।এতে অনুষ্ঠানস্থল কার্যত মুক্তিযোদ্ধাদের ঈদ পূনর্মিলনীতে পরিণত হয়।
মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সদস্য ও সাবেক ছাত্রনেতা ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা ইসহাক আলী, আব্দুল হামিদ, হযরত আলী, তসলিম উদ্দীনসহ অন্যরা।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন এলাকার মুক্তিযোদ্ধারা অংশ নেন। তারা মুক্তিযুদ্ধকালীন তাদের অভিজ্ঞতা শোনান। এর আগে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও মেজর নাজমুলের মাজার জিয়ারত ও মোনাজাত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৮

,