র্যাবের অভিযানে শিবগঞ্জে ফেন্সিডিলসহ ২ জন আটক
র্যাবের চলমান মাদক বিরোধী অভিযানে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট কলাবাড়ি এলাকা থেকে শনিবার ১০৬ বোতল ফেন্সিডিলসহ ২ জনকে আটক করেছে র্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের সদস্যরা। আটককৃত ব্যাক্তি হচ্ছে শিবগঞ্জ উপজেলার ধোবড়া মতিবাজারের মৃত টিপুর ছেলে রোকন (৩৩) ও জামাল উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (২২)।
রবিবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কানসাট হতে কলাবাড়ী বাইপাস রাস্তার পশ্চিমে জনৈক আফছার ধায়েরের লিচু বাগানের ভিতর অভিযান চালায়। এ সময় ১০৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রোকন ও রফিকুলকে হাতেনাতে আটক করা হয়। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৮
রবিবার দুপুরে র্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল কানসাট হতে কলাবাড়ী বাইপাস রাস্তার পশ্চিমে জনৈক আফছার ধায়েরের লিচু বাগানের ভিতর অভিযান চালায়। এ সময় ১০৬ বোতল ভারতীয় ফেনসিডিলসহ রোকন ও রফিকুলকে হাতেনাতে আটক করা হয়। মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবৎ ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সাথে জড়িত। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা উভয়ে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করে বলে র্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।এ ব্যাপারে শিবগঞ্জ থানায় আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০৮-১৮