একটি বাড়ী একটি খামার প্রকল্প ও সঞ্চয় ব্যাংক-এর দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে পল্লী উন্নয়ন ও সমাবায় বিভাগের একটি বাড়ী একটি খামার প্রকল্প ও সঞ্চয় ব্যাংক-এর দ্বিতল ভবন নির্মাণ কাজের উদ্বোধন করা হয়। বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে ফলক উন্মোচনের মাধ্যমে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মো. আব্দুল ওদুদ। এ-সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোখলেশুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার শামসুন নাহারসহ অন্যান্যরা। ভবনটি নির্মাণে সরকার ১০ লাখ টাকা ও টাকা সঞ্চয় ব্যাংক ১০ লাখ টাকা বরাদ্দ দিয়েছে। একাজ বাস্তবায়ন করবে সদর উপজেলা প্রশাসন। পরে সদর উপজেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৭-১৮
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১২-০৭-১৮