মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তার উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক দাবিতে মানববন্ধন

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জ ও শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সমাজ সেবা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা সমাজ সেবা অধিদপ্তরের ব্যানারে ঘন্টাব্যাপি মানববন্ধন কর্মসূচি চলাকালে উপস্থিত ছিলেন, জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম ও সহকারী পরিচালক সিরাজুম মনির আফতাবী, উপজেলা সমাজ সেবা অফিসার নাসির উদ্দিন, শহর সমাজ সেবা অফিসার ইমতিয়াজ কবির, জেলা পরিবারের উপ-তত্ত্বাবধায় আইনিন পারভীনসহ অন্যরা।
জেলা সমাজ সেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. তৌহিদুল ইসলাম বলেন-এতিমখানার ভুয়া বিলে স্বার না করায় মঠবাড়িয়া উপজেলা সমাজ সেবা অফিসার আখলাকুর রহমানের উপর হামলা চালিয়ে আহত করে দুষ্কৃতিকারীরা।

আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা আখলাকুর রহমানের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসের উদ্যোগে মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আতাউর রহমান, শিবগঞ্জ প্রতিবন্ধি বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিউল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সহ সভাপতি কমল কুমার ত্রিবেদী, বিনোদপুর ইউনিয়ন পরিষদের সচিব ইকবাল আব্বাসী, ডা. আখতার হোসেন, শেখ রাসেল পরিষদের কর্মকর্তা মনিরুল ইসলাম, মুক্তারুলসহ অন্যরা। এছাড়া সমাজসেবা অফিসের বিভিন্ন পর্যায়েরর কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নের সদস্যসহ নানা পেশার মানুষ মানববন্ধনে অংশ নেয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৮

,