মাদক বিরোধী অভিযানে পুলিশের হাতে ৭জন আটক
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা বারঘরিয়া এলাকা থেকে গাঁজা সেবনের দায়ে ৪জনকে আটক করেছে ডিবি পুলিশ। এ সময় আটক ৪ জনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকে এক মাস করে কারাদন্ড প্রদান করা হয়।
আটককৃতরা হচ্ছে বারঘরিয়া লপিুর গ্রামে মংলু’র ছেলে সাকিব (২২), তুফিকুলের ছেলে বাসার (২১) , কাইমুল’র ছেলে কাওসার (২৭), নাসিরের ছেলে বাসির (২২)।
ডিবি পুলিশের ওসি মাহবুব আলম জাননা মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বারঘরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে গাঁজা সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকে এক মাস করে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরন করা হয়।
তিনি আরো জানান একই রাতে শহরের স্বপ্নপরি আবাসিক হোটেলের সামনে থেকে এক শ’ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে গোলাপ(২২) , মিলন(২০), গোলাম রব্বানী(২৩)। আটককৃতরা সবাই বাড়ি শিবগঞ্জে যগোনাথপুর গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৮
আটককৃতরা হচ্ছে বারঘরিয়া লপিুর গ্রামে মংলু’র ছেলে সাকিব (২২), তুফিকুলের ছেলে বাসার (২১) , কাইমুল’র ছেলে কাওসার (২৭), নাসিরের ছেলে বাসির (২২)।
ডিবি পুলিশের ওসি মাহবুব আলম জাননা মাদক বিরোধী অভিযানের অংশ হিসাবে রবিবার রাত সাড়ে ১০টার দিকে বারঘরিয়া এলাকায় অভিযান চালায়। অভিযানকালে সেখান থেকে গাঁজা সেবনরত অবস্থায় ৪ জনকে আটক করা হয়। পরে আটককৃতদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেকে এক মাস করে কারাদন্ড দিয়ে কারাগারে প্রেরন করা হয়।
তিনি আরো জানান একই রাতে শহরের স্বপ্নপরি আবাসিক হোটেলের সামনে থেকে এক শ’ বোতল ফেন্সিডিলসহ ৩ জনকে আটক করে ডিবি পুলিশ। আটককৃতরা হচ্ছে গোলাপ(২২) , মিলন(২০), গোলাম রব্বানী(২৩)। আটককৃতরা সবাই বাড়ি শিবগঞ্জে যগোনাথপুর গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৮