শিবগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনকষায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কাইয়ুম শেখ (৩০) নামে একজন নিহত হয়েছেন। নিহত কাইয়ুম মনকষা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। এঘটনায় আহত হয়েছেন আরো একজন। পুলিশের দাবি, নিহত কাইয়ুম মাদক ব্যবসায়ী।
চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে মনাকষায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশের একটি দল। রাত আড়াইটার দিকে একটি বাড়িতে ঘিরে তল্লাশীর প্রস্তুতির সময় ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সেখান থেকে কাইয়ুম শেখ ও ফিরোজ আহমেদকে গুলিবিদ্ধ অবস্থায় এবং সনি নামে আরেকজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। গুলিবিদ্ধ দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর সকাল সোয়া ৭টার দিকে মারা যান কাইয়ুম শেখ।
পুলিশ সুপার জানান, নিহত কাইয়ুম শেখ মাদক ব্যবসায়ী। আর ফিরোজ আহমেদ হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত। ঘটনাস্থল থেকে একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও ২০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০৬-১৮

,