মহানন্দা ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ দু’জন আটক
চাঁপাইনবাবগঞ্জ শহরের মহানন্দা ঢাকা বাসষ্ট্যান্ড এলাকা থেকে র্যাব অস্ত্র গুলি ও বৈদেশিক মুদ্রাসহ দু’জনকে আটক করেছে। আটককৃতরা হল, শিবগঞ্জ উপজেলার কালিগঞ্জ নামোটোলা গ্রামের গাজলুর রহমানের ছেলে আবু সাইদ সবুজ (২৪) ও বাগেরহাট জেলার কুমারখালি মোড়লগঞ্জ গ্রামের সাহেব আলীর ছেলে আক্কাস আলী (৪৫)। র্যাবের দাবি আটক দু’জন অস্ত্র ব্যবসায়ী।
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রণ লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মহানন্দা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন, কাতারের মুদ্রা-১৫ রিয়েল, কোরিয়ান মুদ্রা-১০,০০০ উইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৮
র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প কমান্ডার স্কোয়াড্রণ লিডার সাঈদ আব্দুল্লাহ আল মুরাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে শহরের মহানন্দা বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান চালায়। এসময় ২টি পিস্তল, ৯ রাউন্ড গুলি ও ৪টি ম্যাগাজিন, কাতারের মুদ্রা-১৫ রিয়েল, কোরিয়ান মুদ্রা-১০,০০০ উইনসহ তাদের হাতেনাতে আটক করা হয়।
এব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে র্যাব জানায়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৫-০৬-১৮