ছাত্রী উত্যক্ত’র ঘটনায় ৫ জন গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে ২ বিদ্যালয়ের ছাত্রীদের উত্যক্ত’র ঘটনায় অবশেষে পুলিশ মামলা নিয়ে ৫ বখাটাকে গ্রেফতার করেছে। তবে, এলাকায় স্বস্তি ফিরে আসলেও বিদ্যালয়গামী ছাত্রীদের মধ্যে এখনো ভীতি কাটেনি।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নজরুল ইসলাম জানান, গত শুক্রবার রাত প্রায় সাড়ে ১১টায় এক ছাত্রীর অভিভাবক মইফুল হক বাদী হয়ে সদর মডেল থানায় ১৪ জন নামীয়সহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে মামলা দায়ের করেন। পরে, পুলিশ গভীর রাতে চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর চৌহদ্দিটোলা মহলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ বখাটেকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার দ্বারিয়াপুর চৌহদ্দিটোলা মহলার মো. রুবেল আলীর ছেলে নাহিদ হাসান (১৭), একই এলাকার আব্দুল মোতালেবের ছেলে জাবেদ আলী (১৮), ওমর আলীর ছেলে আখের আলী (১৮), সাত্তার আলীর ছেলে মিলন আলী (২২) ও মিজানুর রহমান এর ছেলে আশরাফুল (২০)।
ঠাকুরপলশা কালুপুর গুচ্ছগ্রামের মোড়ল মো. মতিউর রহমান জানান, দ্রুত পুলিশের অভিযানে বখাটে গ্রেফতার হওয়ায় এলাকায় কিছুটা স্বস্তি ফিরে এসেছে। তবে, নিরাপত্তাজনিত কারণে একাধিক ছাত্রী বিদ্যালয়ে যেতে পারছে না। তিনি জেলার উর্ধ্বতন পুলিশ কমর্কর্তার হস্তপে কামনা করেছেন।
এদিকে, হরিপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক  নাসির আকতার জানান, পুলিশী অভিযান ও গ্রেফতারের পর বিদ্যালয়ের ছাত্রীদের মাঝে স্বস্তি ফিরে আসলেও ঠাকুরপলশা কালুপুর গ্রামের ৩ জন ছাত্রী বিদ্যালয়ে আসেনি। তবে, অভিভাবকরা বলছেন, আজ শনিবার ভীত সন্ত্রন্ত তিগ্রস্থ ছাত্রীরা বিদ্যালয়ে যায়নি। স্থানীয় অভিভাবকরা বলছেন, উদ্বুত পরিস্থিতি ও বিদ্যালয়গামী ছাত্রীদের মধ্যে আতঙ্ক দূর করার জন্য ২টি বিদ্যালয়ের মধ্যবর্তী স্থানে  কমিউনিটি পুলিশিং এর সভা করার দাবীও জানান।
এব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ মনজুর রহমান জানান, অন্যান্য আসামীরা গা ঢাকা দেয়ায় তাদের গ্রেফতার করা যাচ্ছে না। তবে, অচিরেই তাদের গ্রেফতার করা হবে।
পুলিশ সুপার টিএম মোজাহিদুল ইসলাম জানান, ঘটনার শোনার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নেয়ায় বিদ্যালয় ও ওই এলাকায় স্বস্তি ফিরে এসেছে। এ ধরনের ঘটনাকে পুলিশের প থেকে ছাড় দেয়া হবে না।
উলেখ্য, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঠাকুরপলশা কালুপুর গ্রামের চৌহদ্দিটোলা উচ্চ বিদ্যালয় ও হরিপুর বালিকা বিদ্যালয়ের ছুটি শেষে বাড়ী ফেরার পথে গত ৩ ও ৪ এপ্রিল দ্বারিয়াপুর চৌহদ্দিটোলার কিছু বখাটেরা ৬ ছাত্রীকে উত্যক্ত করে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৭-০৪-১৮