ঝড়ে ক্ষতিগ্রস্থ বালিয়াডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের টিনশেড ভবনের চালা ঝড়ে উড়ে যাওয়ায় ব্যহত হচ্ছে স্বাভাবিক পাঠদান কার্যক্রম।
গত ১৩ এপ্রিল ঝড়ে ওই ভবনের টিনের চালা উড়ে যায়। সরেজমিন পরিদর্শন করে দেখা গেছে ১৯৭৮ সালে প্রতিষ্ঠিত হওয়া বালিয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুটি ভবনের মধ্যে ১ম শ্রেণীর বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ শেখ ও ৫ম শ্রেণীর বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমান দুটি কক্ষের ভবনের পুরো টিনের চালা উড়ে যায়। এরফলে একটি মাত্র ভবনে দুই শিফটে কাস নেয়া হচ্ছে। বিদ্যালয়ের একটি ভবনে এমনিতেই চার জন শিক্ষক হওয়ায় এক শিফটের কাস যেখানে হিমসিম খেতে হচ্ছে শিক্ষকদের। স্কুলের প্রধান শিক্ষক চাঁপাই চিত্রকে জানান, গত এপ্রিলের কালবৈশাখী ঝড়ে বিদ্যালয়ের টিনসেড ভবনের দুটি কক্ষের চালা পুরোটায় উড়ে যাওয়ায় কাস কার্যক্রমে অসুবিধা হচ্ছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৮