জেলায় ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অন্যতম সোপান ঐতিহাসিক মুজিব নগর দিবস চাঁপাইনাববগঞ্জের নানান কর্মসুচির মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে পৃথক বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ৮টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক ঘুরে আব্দুল মান্নান সেন্টু মার্কেটের সামনে বঙ্গবন্ধু চত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক মাহমুদুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, সাবেক উপজেলা চেয়ারম্যান জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মুক্তিযোদ্ধা তরিকুল আলম, মোস্তাক আহমেদ, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ দাউদ হোসেন, সদর উপজেলা নির্বাহী অফিসার আলমগীর হোসেন, সহকারী পুলিশ সুপার  (হেডকোয়ার্টার) আব্দুল হাই।
এদিকে চাঁপাইনবাবগঞ্জ পৌর আওয়ামী লীগের উদ্যোগে সকালে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয়

পতাকা উত্তোলন করা হয়। পরে সকাল ৯টায় সেখান থেকে র‌্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ফায়ার সার্ভিস মোড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চার নেতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ এমপি, পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক শরিফুল আলম শরিফ, ও সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিসেস মার্জিনা হক ও সাধারণ সম্পাদক প্রফেসর সুলতানা রাজিয়া, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শহীদুল হুদা অলক, চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মনিরুল ইসলাম, জেলা যুবমহিলা লীগের সভাপতি ইয়াসমিন সুলতানা ও সাধারণ সম্পাদক সান্তনা হক, জেলা ছাত্রলীগের সভাপতি সাকিউল ইসলাম, শহর যুবলীগের সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন রাসেল।
এসময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা মুক্তিযুদ্ধের চেতনায় ঐক্যবদ্ধ থেকে প্রতিক্রিয়াশীল শক্তিকে রুখে দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ গড়ার আহবান জানান।

এদিকে রাতে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজে জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলে জেলা তথ্য অফিসের সহযোগিতায় নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে চলচ্চিত্র প্রদর্শন, রচনা ও কুইজ প্রতিযোগিতা, আলোচনা সভা এবং পুরস্কার বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এরশাদ হোসেন খান, জেলা তথ্য অফিসার ওয়াহেদুজ্জামান, নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আসলাম কবির।
অন্যদিকে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলে সদর উপজেলার বালুগ্রাম আদর্শ কলেজে আয়োজনে কলেজের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মুজিব নগর দিবসে নানান কর্মসুচি পালিত হয়েছে।

শিবগঞ্জ 
 আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার সকালে শিবগঞ্জ কারবালা মোড় থেকে একটি র‌্যালি বের হয়ে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শফিকুল ইসলামের সভায় সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক শামসুর রহমান বাবু, শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিব, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কাঞ্চন কুমার দাস, জেলা মুক্তিযোদ্ধার সাবেক ডেপুটি কমান্ডার আবদুল মান্নান, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা শিউলি বেগম।
সভায় বক্তারা- ঐতিহাসিক মুজিব নগর দিবসর উপর গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করেন।
নাচোল 

আমাদের নাচোল প্রতিবেদক জানান, চাঁপাইনবাবগঞ্জের নাচোলে র‌্যালি ও আলোচনাসভার মধ্য দিয়ে  ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে একটি  র‌্যালি বের হয়। পরে পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থানে এসে শেষ হয়।
উপজেলা পরিষদ মিলনয়তনে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল কাদের।এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, নাচোল মহিলা সরকারী কলেজের অধ্য ওবাইদুর রহমান,নাচোল থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ সহ প্রমুখ।
আলোচনাসভায় প্রধান অতিথি মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরেন।এ দিকে দিবসটি উপলক্ষে উপজেলা আওয়ামীলীগ সকাল ৮টায় দলীয় কার্যলয়ে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির জনক বঙ্গবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের,পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র আব্দুর রশিদ খান ঝালু, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম মুন্নি,উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাবুল হোসেন সহ দলীয় নেতাকর্মীরা।
ভোলাহাট 
 আমাদের ভোলাহাট প্রতিবেদক জানান, ভোলাহাট উপজেলা প্রশাসন আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলে মঙ্গলবার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদণি শেষে একই স্থান শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)পিএম ইমরুল কায়েশের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি প্রকৌশলি আমিনুল হক, সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা ডাঃ আশরাফুল হক চুনু, সিনিয়র সহ সভাপতি ইয়াসিন আলী শাহ, আফসার হোসেন, ভোলাহাট প্রেসকাবের সাধারণ সম্পাদক গোলাম কবির ও শিার্থী জিহাদসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুজ্জামান সরদার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৭-০৪-১৮

, , ,