ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জে একটি ধর্ষণ মামলায় তিনজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালাত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা, অনাদায়ে আরো এক বছর কারাদণ্ড দেয়া হয়। বুধবার বেলা সাড়ে ১২ টার দিকে নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনাল-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো ঃ জিয়াউর রহমান, এ রায় দেন।
দণ্ডপ্রাপ্তরা হল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চুনাখালি খলিপাড়ার কসিমুদ্দিনের ছেলে সোহেল ওরফে বাবু (২৪), একই গ্রামের বিশু খলিফার ছেলে দবির আলী (২৫) ও ফড়িং বিশ্বাসের ছেলে আমিনুল ইসলাম ২০)। এদের মধ্যে রায় ঘোষণার সময় সোহেল ওরফে বাবু আদালতে হাজির ছিল। অন্যদুজন পলাতক রয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা জানান, আসামী সোহেল বাবু সাথে জেলার শিবগঞ্জ উপজেলার দেবত্তর গ্রামের এক নারী’র মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হয়। এরই ধারাবাহিকতায় ২০১৫ সালের ৬ জুন রাতে বিয়ের প্রলোভন দিয়ে বাড়ি থেকে ডেকে চাঁপাইনবাবগঞ্জ শহরের হোসেনডাঙ্গার একটি বরই বাগানে নিয়ে ধর্ষণ করেন। এ সময় দবির ও আমিনুল তাকে নানানভাবে ভয়ভীতি দেখায়। পরে ওই নারীকে ফেলে পালিয়ে যাওয়ার সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে সোহেল বাবুকে আটক করে। পরদিন ওই নারী বাদী হয়ে সদর মডেল থানায় তিনজনকে আসামী করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত শেষে একই মাসের ৩০ জুন এসআই দুলাল উদ্দিন ওই তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। এ মামলায় ৬জনের সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০৪-০৪-১৮