পানির ট্রাংক নির্মাণের সময় মাটি ধসে এক শ্রমিকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পানির ট্রাংক নির্মাণের সময় মাটি ধসে বুধবার দুপুরে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে । নিহত শ্রমিক  শিবগঞ্জ পৌর এলাকার চকদৌলতপুরের মৃত আবু বক্করের ছেলে তোফাজ্জুল ইসলাম (৫০) । এঘটনায় একই এলাকার শামসুদ্দিন মন্ডলের ছেলে তারু মন্ডলকে আহত অবস্থায় রাজশাহী হাসপাতালে পাঠানো হয়।
শিবগঞ্জ থানার এসআই কামরুজ্জামান জানান, শিবগঞ্জ পৌর এলাকার দেওয়ান জাইগীর আল-আমিনের বাড়িতে পানির ট্রাংক নির্মাণ করছিল কয়েকজন শ্রমিক। এসময় মাটি চাপা পড়ে দুইজন শ্রমিক গুরুতর আহত হলে  ফায়ার সার্ভিসের লোকজন ও স্থানীয়রা তাদের উদ্ধার করে  শিবগঞ্জ স্বাস্থ্য কমপেক্সে  নিয়ে যায়। পরে চিকিৎসক তোফাজ্জুল ইসলামকে মৃত ঘোষনা করেন।
শিবগঞ্জ ফায়ার সার্ভিস ষ্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজউদ্দিন জানান, দেওয়ান জাইগীর গ্রামের আল-আমিনের বাড়িতে সিঁড়ি ঘরের নীচে গর্ত খুঁড়ছিলেন শ্রমিকরা। ৮/৯ ফিট খুঁড়ার পর হটাৎ পাশের মাটি ধসে তোফাজ্জল ও তারু মন্ডল গর্তের ভেতর মাটির নীচে চাপা পড়েন। সঙ্গে সঙ্গে শ্রমিক, এলাকাবাসী, ফায়ার সার্ভিস কর্মীরা মাটি সরিয়ে তাঁদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন। 
পরে পুলিশ ঘটনাস্থল হতে নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের নিকট হস্তান্তর করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০৪-১৮

,