নাচোলে সড়ক দুর্ঘটনায় আহত ২

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সড়ক দুর্ঘটনায় দু’জন আহত হয়েছে। আহতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর এলাকার নিচুধুমি গ্রামের আলতাজ মন্ডলের ছেলে এনামুল হক (৫৫) ও নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের ডিমকইল গ্রামের মনির উদ্দিনের স্ত্রী নুমেলা বেগম(৫৩)। এদের মধ্যে নুমেলা বেগমের অবস্থা আশংকা জনক হওয়ায় তাকে রাজশাহী মেডিকেলা কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
নাচোল থানার অফিসার ইনচার্জ চৌধুরী জোবায়ের আহম্মদ জানান, শনিবার বেলা সোয়া ১১টার সময় নাচোল আমনুরা সড়কের  পুকুরিয়া পাড়া নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে।  প্রত্যক্ষদর্শীরা জানায় আমনুরা থেকে নাচোল গামী একটি অটো যাত্রী নিয়ে নাচোলের উদ্দেশ্যে আসছিলো এমন সময় পুকুরিয়া পাড়ায় মাটি ভর্তি একটি ট্রাকটর অটোকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এক নারীর পা ভেঙ্গে যায়। এ ঘটনায় পুলিশ ট্রাকটরকে জব্দ করেছে ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৭-০৪-১৮

,