কর্মরত অবস্থায় মৃত্যুবরণকারী সদস্যদের আনুষ্ঠানিক স্মরণ করল পুলিশ

কর্তব্যরত অবস্থায় বিভিন্ন সময়ে মৃত্যুবরণকারী পুলিশ সদস্যদের স্মরণের দিন ‘পুলিশ মেমোরিয়াল ডে’ চাঁপাইনবাবগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১১টায় পুলিশ লাইন্সে অবস্থিত স্মৃতিস্তম্ভে জেলা পুলিশের পক্ষে পূষ্পার্ঘ অর্পণ করেন অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম খান পিপিএম। এসময় পুলিশের একটি চৌকষ দল সশস্ত্র সালাম জানায়। পরে ১ মিনিট নীরবতা পালন ও মৃতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে জেলার বাসিন্দা কিন্তু দেশের নানা স্থানে কর্তব্যরত অবস্থায় মৃত ৬  পুলিশ সদস্যের পরিবারের সদস্যরা ও জেলার বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন স্তরের পুলিশ সদস্যরা অংশ নেয়। পরে সভায় মৃত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যদের হাতে স্বীকৃতি স্মারক তুলে দেয়া হয়।
সভায় দেশের জন্য পুলিশ সদস্যদের অবদানের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম, ট্রাফিক ইন্সপেক্টর আতাউল আল কোরাইশী, ২০১৬ সালে ডিএমপিতে কর্তব্যরত অবস্থায় মৃতুবরণকারী জেলার নাচোল উপজেলার বাসিন্দা কনস্টেবল নাহিদুজ্জামানের স্ত্রী শামীমা সুলতানা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ০১-০৩-১৮