শান্তিমিশনে নিহত সৈনিক জামালের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর

আফ্রিকার দেশ মালিতে শান্তিমিশনে কর্মরত অবস্থায় বোমা বিস্ফোরণে নিহত সৈনিক মোঃ জামালের মরদেহ চাঁপাইনবাবগঞ্জে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুরে সেনাবাহিনীর এক দল জামালের মরদেহ পৌছে দেয় শিবগঞ্জ উপজেলার ঘাসিয়াপাড়ার বাড়িতে। জামালের বাবা মেসের আলী মরদেহ গ্রহন করেন। এ সময় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকুসহ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মরদেহ হস্তান্তরকালে জামালের স্বজনসহ প্রতিবেশিরা কান্নায় ভেঙ্গে পড়েন। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারি হয়ে উঠে।
পরে বেলা ৩ টায় নামাজে জানাজা শেষে রাষ্টীয় মর্যাদায় ধূমিহায়াতপুর-ঘাসিয়াপাড়া গোরস্তানে দাফন করা হয় জামালের মরহেদ।
উল্লেখ্য জামাল এসএসসি পাসের পর ২০০৫ সালে তিনি সেনা বাহিনীতে যোগ দেন। যশোরে কর্মরত অবস্থায় গত বছরের মে মাসে মালি শান্তি মিশনে যান তিনি। তিন ভাই-বোনের মধ্যে জামাল ছিল সবার বড়।


চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৬-০৩-১৮