আজ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে লড়ছে আওয়ামী ও বিএনপি পন্থি দু’ প্যানেল

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনের প্রচার প্রচারণা শেষ হয়েছে  আজ সোমবার অনুষ্ঠিত হবে ভোটগ্রহণজেলা আইনজীবী সমিতি ভবনে সকাল ১০টা হতে বিকাল ৩টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ করা হবেপরে গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবেঅন্যান্যবারের মত এবারও আওয়ামী লীগ পন্থি আইনজীবিদের সমন্বয়ে একটি প্যানেল এবং বিএনপি পন্থি আইনজীবিদের সমন্বয়ে অপর একটি প্যানেলএবার ভোটার রয়েছেন ২০৮ জন  গত বছর নির্বাচনে ভোটররা ভিন্ন ভিন্ন প্যানেল থেকে বেছে নিয়েছিলেন নেতৃত্বওই নির্বাচনে সভাপতি পদটি পেয়েছিলেন বিএনপি পন্থি আইনজীবি মো. মোসাদ্দেক হোসেন কাজল ও সেক্রেটারী জেনারেল পদটি পেয়েছিলেন আওয়ামী লীগ পন্থি আইনজীবি আলহাজ্ব নজরুল ইসলাম
জেলা আইনজীবী সমিতির মূখ্য নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহজাহান হোসেন জানান, জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৫টি পদের বিপরীতে ২টি প্যানেলে ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন৬টি সদস্য পদে উভয় প্যানেল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৬জন ইতোমধ্যে নির্বাজিত হয়েছেনপ্যানেল ২টি হল, ডলার-নজরুল পরিষদ ও কাজল-আকরাম পরিষদ
সমিতি সুত্র জানিয়েছে, ডলার-নজরুল পরিষদে সভাপতি পদে আনোয়ার হোসেন ডলার ও সেক্রেটারী জেনারেল পদে অ্যাডভোকেট আলহাজ্ব নজরুল ইসলাম, সহ-সভাপতি পদে আব্দুস সাত্তার, একই পদে ইউসুফ আলী-২, সহ-সেক্রেটারী জেনারেল পদে রেজ্জাকুল হায়দার ও মাহিদুল মূলক ভয়েল, সেক্রেটারী ফর একাউন্টস্ পদে মো. ইলিয়াস বিশ্বাস, সেক্রেটারী ফর কালচার এন্ড ম্যাগাজিন পদে বিলকিস খাতুন এবং সেক্রেটারী ফর লাইব্রেরী পদে মো. আনোয়ার সাদাত (অতুনু বিশ্বাস) প্রতিদ্বন্দ্বিতা করছেন
অপর দিকে কাজল-আকরাম পরিষদ থেকে সহ-সভাপতি পদে আবুল কাশেম-২ ও নূরুল ইসলাম সেন্টু, সহ- সেক্রেটারী জেনারেল পদে মোহা. ফরহাদ হোসেন মিলন ও মোহা. মিজানুর রহমান-২, সেক্রেটারী ফর একাউন্টস্ পদে জাকির হোসেন, সেক্রেটারী ফর কালচার অ্যান্ড ম্যাগাজিন পদে এম মাহবুব আলম জুয়েল এবং সেক্রেটারী ফর লাইব্রেরী পদে একেএম মাকসুদুল ইসলাম নুরতাজ প্রতিদ্বন্দ্বিতা করছেন
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৬-০২-১৮