নানীর বাড়ি বেড়াতে এসে পদ্মানদীতে ডুবে শিশুর মৃত্যু
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেবীনগর ইউনিয়নের হরমা ফেরিঘাট এলাকায় নানীর বাড়িতে বেড়াতে এসে রোববার বিকেলে পদ্মা নদীতে ডুবে শিহাব আলী (৭) নামে প্রথম শ্রেণিতে পড়–য়া এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিহাব একই ইউনিয়নের চরদেবীনগর হেফাজ বিশ্বাসের টোলা গ্রামের আব্দুল করিমের ছেলে।
রাজশাহী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফরিদউদ্দিন ও স্থানীয় ৩ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে শিহাব সমবয়সী চাচাত ভাইকে নিয়ে ফেরিঘাটে বাঁধা নৌকায় চড়ে খেলছিল। এর এক ফাঁকে সে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীরা অনেক খোঁজাখোঁজি করে শিশুটিকে না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে ডুবুরী দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী থেকে ৩ ডুবুরীসহ ৭ জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৮
রাজশাহী ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার ফরিদউদ্দিন ও স্থানীয় ৩ নং ওয়ার্ড সদস্য নুরুল ইসলাম জানান, বিকেল চারটার দিকে শিহাব সমবয়সী চাচাত ভাইকে নিয়ে ফেরিঘাটে বাঁধা নৌকায় চড়ে খেলছিল। এর এক ফাঁকে সে নৌকা থেকে নদীতে পড়ে নিখোঁজ হয়। পরে স্থানীরা অনেক খোঁজাখোঁজি করে শিশুটিকে না পেয়ে চাঁপাইনবাবগঞ্জে ডুবুরী দল না থাকায় রাজশাহী ফায়ার সার্ভিস ষ্টেশনে খবর দেয়। খবর পেয়ে সন্ধ্যা ৬টার দিকে রাজশাহী থেকে ৩ ডুবুরীসহ ৭ জনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। রাত সাড়ে ৭টার দিকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০২-১৮