জাতীয়করণের দাবিতে দ্বিতীয় দিনের মত শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বর্জন

দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের বেসরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজের দ্বিতীয় দিনের মত ক্লাস বর্জন কর্মসূচি পালন করেছে শিক্ষাকরা।
কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জের ২৬৩ টি উচ্চ বিদ্যালয় ও ৬০ টি কলেজে শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
সকালে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে বুধবার ক্লাস না হওয়ার কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল তুলনা মুলক কম। যেসমস্ত শিক্ষার্থী স্কুল কলেজে এসেছেন শিক্ষকরা ক্লাসে না যাওয়া তাদের ক্লাসের বাইরে খেলাধুলা করেই সময় কাটাতে হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৫-০১-১৮