নাচোলে গ্রিনভ্যালি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে নেজামপুর গ্রিনভ্যালি একাডেমির বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে দিনভর একাডেমী চত্বরে পতাকা উত্তোলন, কুচকাওয়াজ, পুরস্কার বিতরণ, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে সভঅপতিত্ব করেন একাডেমির পরিচালক ইকবাল হোসেন। প্রধান অতিথি ছিলেন নাচোল উপজেলা মাধ্যমিক শিা অফিসার কাজী আবদুল মোকিম। বিশেষ অতিথি ছিলেন সহকারী মাধ্যমিক শিা অফিসার দুলাল উদ্দিন খান, সুপারভাইজার একাডেমি শিা অফিসার অলিউল্লাহ, হাটবাকইল উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক আলহাজ মাওলানা খাইরুল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেজামপুর বিনোদবিহারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক মতিউর রহমান, মুসলিমপুর গার্লস একাডেমির প্রধান শিক সেরাজুল ইসলাম, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক জাহাঙ্গীর আলম বাদশা, নেজামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য আবুল কালাম আজাদ ও ৩নং ওয়ার্ড সদস্য তাজউদ্দিন ফটিক, নেজামপুর ইউনিয়ন বিএনপি নেতা এনামুল হক, নেজামপুর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ইউনুস আলী প্রমুখ।
আলোচনা সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি কাজী আবদুল মোকিম এবং বিকেলে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংবাদিক অলিউল হক ডলার।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ০৪-০১-১৮

,