শিবগঞ্জে মাদ্রাসায় অভিভাবক ও সুধি সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাট সাইফুদ্দিন (স্নাতক) ফাজিল মাদ্রাসার মার্কেটের ভিত্তিপ্রস্তর স্থাপন, অবকাঠামো উন্নয়ন উপলে শিক-শিার্থী, অভিভাবক ও সূধি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে মাদ্রাসা মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি প্রভাষক নুরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য গোলাম রাব্বানী। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কানসাট ইউনিয়ন আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম, কানসাট ইউনিয়ন যুবলীগের সভাপতি রাজিন সালেহ বাবুল, সাধারণ সম্পাদক রমজান আলি, শ্যামপুর হাজি মমতাজ ডিগ্রি কলেজের অধ্য ফারুক হোসেন, শিবগঞ্জ ফাজিল মাদ্রাসার অধ্য জোব্দুল হক, অধ্য আমিনুল হকসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। পরে এমপি গোলাম রাব্বানী মাদ্রাসায় দুই কোটি টাকা ব্যয়ে একটি একাডেমিক ভবন নির্মাণের ঘোষণা দেন এবং শেখ রাসেল ডিজিটাল কম্পিটার ল্যাব স্থাপনেরও ঘোষণা করেন। অনুষ্ঠানটি সঞ্চালন করেন হাফেজ আবদুল মালেক পলাশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ০৪-০১-১৮

,