কমিউনিটি কিনিক কর্মচারিদের চাকুরী জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি

উপজেলা পর্যায়ের কর্মসুচি শেষে মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলা সদরে চাকুরী জাতীয়করণের দাবিতে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডাররা অবস্থান কর্মসূচি করেছেন।
চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের সামনে কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারদের (সিএইচসিপি) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার উদ্যোগে দিনব্যাপী এ অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। অবস্থান কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, বাংলাদেশ কমিউনিটি হেলথ কেয়ার প্রোাভাইডার অ্যাসোসিয়েশন (বিসিএইচসিপিএ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি তানজিলুর রহমান, সাধারণ সম্পাদক সামাউন, সাংগঠনিক সম্পাদক সেরাজুল ইসলাম, অর্থ সম্পাদক শাহীন, প্রচার সম্পাদক বাহারুল ইসলাম, জাহীদ প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর দৌগোড়ার স্বাস্থ্য সেবা পৌঁছে দেওয়ার কাজ সিএইচসিপিরা করছে। ইতিমধ্যে জণগন কমিউনিটি কিনিক থেকে স্বাস্থ্য সেবা গ্রহণ করেছেন। অথচ আমাদের চাকরি জাতীয়করণসহ বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রাখা হয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৩-০১-১৮