নাচোলের শানপুরে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ফতেপুর ইউনিয়নের শানপুর গ্রামের আমবাগানে মহান বিজয় দিবস উপলক্ষে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শানপুর সামাজিক কাব এলাকাবাসীর সহযোগিতায় সোমবার দিনব্যাপী এই প্রতিযোগিতার আয়োজন করে। হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করতে জড়ো হয় ওই আম বাগানে।

ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতাটি সকাল ১০টায় শুরু হয়ে চলে বিকেল ৪ টা পর্যন্ত।
রাউন্ডভিত্তিক প্রতিযোগিতা শেষে আনুষ্ঠানিকভাবে বিজয়ীদের পুরস্কৃত করা হয়। এসময় উপস্থিত ছিলেন ফতেপুরের সাবেক ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু, ইউনিয়ন আলীগ সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম, সহ-সভাপতি মজিবুর রহমান, শানপুর কাব সভাপতি শরিফুল ইসলাম, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম, এলাকাবাসী শরিফুল ইসলাম, ইলিয়াস মন্ডল প্রমুখ।
ব্যতিক্রমি এই প্রতিযোগিতায় জেলার বিভিন্ন স্থানের ৪৫ জন ঘোড়সওয়ার তাঁদের ঘোড়া নিয়ে অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১৮-১২-১৭


,