বিশ্ব মানবাধিকার দিবস পালিত



চলো দাঁড়াই সমতা, ন্যায়পরায়ণতা ও মানবিক মর্যাদার স্বপক্ষে প্রতিপাদ্য সামনে রেখে  রবিবার র‌্যালী ও আলোচনা-সভার মধ্যদিয়ে চাঁপাইনবাবগঞ্জে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা একর্মসূচির আয়োজন করে। সকাল ১০টা থেকে দিনব্যাপী এসব আয়োজন করে আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য দেন, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মাহাবুব আলম খান। মানবাধিকার সংস্থা, জেলা শাখার সভাপতি-আলহাজ্ব ডাক্তার শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন মেহেদীর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. শফিকুল ইসলাম, সংস্থার জেলা শাখার সহ-সভাপতি অধ্যক্ষ ড. এমরান হোসেনসহ অন্যান্যরা। বক্তারা বলেন- মানবাধিকার সুরক্ষায় পারিবারিকভাবে সচেতনতা গড়ে তুলতে হবে। মাদক, সন্ত্রাস ও হঙ্গীবাদ নির্মূল করতে হবে। তারা সমাজের শত্রু, মানবাধিকারের শত্রু। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৭<