নারী নির্যাতন নির্মুলকরণের লক্ষে মানববন্ধন

নারী নির্যাতন নির্মুলকরণে প্রচারাভিযান পক্ষের কর্মসুচির অংশ হিসেবে রবিবার চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের সরকারি কলেজ মোড়ে  বেসরকারি সংস্থা ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচি উদ্যোগে এই মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। প্রায় ঘন্টাব্যাপি অনুষ্ঠিত মানববন্ধনের বিভিন্ন শ্রেণীর নারীরা অংশ নেন। এসময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাহিদা আক্তার, ব্র্যাক জেলা ব্যবস্থাপক পংকজ কুমার বিশ্বাস, মাঠ সংগঠক মুর্শেতারা, জেলা প্রতিনিধি শাহনূর সুলতান, উপজেলা লিগাল এইড ম্যানেজার বজলুর রহমান, নারী নেত্রী আফসানা হক। কর্মসূচিতে ব্র্যাক পল্লী সমাজসহ বিভিন্ন প্রকল্পের কর্মীরা অংশ নেন। মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা ব্র্যাক কার্যালয়ে নারীর প্রতি সহিংসতা বন্ধে করণীয় সম্পর্কে আলোচনা সভায় মিলিত হন। এর আগে সকালে শহরের বিশ্বরোড কার্যালয় থেকে শহরে র‌্যালী বের করা হয়। নারীরা এখন অগ্রসর উল্লেখ করে সমাবেশে বক্তরা বলেন, দেশের আর্থ সামাজিক উন্নয়নের  জন্য নারীদের সমাজে জীবনভর সমতা আনা প্রয়োজন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৭