মেগা প্রকল্প উদ্বোধনেও গণমাধ্যম উপেক্ষিত > ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন আমনুরা বিদ্যুৎ কেন্দ্র



প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে রবিবার চাঁপাইনবাবগঞ্জের আমনুরায় ১০০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করেছেন। বেলা পৌনে ১১ টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই উদ্বোধন করা হয়। একই সঙ্গে দেশের ১০ উপজেলায় বিদ্যুৎ সরবরাহ প্রকল্প ও চারটি বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন করেন তিনি। এসময় গণভবনে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-এলাহী চৌধুরী, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদ। তবে, বড় এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণমাধ্যম উপেক্ষিত থেকেছে। ভিডিও কনফারেন্সের মাধ্যমে আমনুরা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধনকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, গোলাম মোস্তফা, গোলাম রাববানী, জেলা প্রশাসক মাহমুদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মইনুদ্দীন মন্ডল, সদর উপজেলা চেয়ারম্যান মুখলেশুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি রুহুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ একেএম মনজুর রেজা, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সদস্য মোস্তাফিজুর রহমান, নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পনীর (নেসকো) রাজশাহী অঞ্চলের তত্বাবধায়ক প্রকৌশলী রফিকুল ইসলাম, উদ্বোধন হওয়া বিদ্যুৎ ব্যবস্থাপক এনামুল হক, নির্বাহী প্রকৌশলী শাহরিয়ার ইসলাম, নেসকো’র চাঁপাইনবাবগঞ্জ-১ নির্বাহী প্রকৌশলী মোয়াজ্জেম হোসেন, চাঁপাইনবাবগঞ্জ-২ নির্বাহী প্রকৌশলী আইনাল হকসহ বিভিন্ন দপ্তরের সরকারী বেসরকারী কর্মকর্তাবৃন্দ। চাঁপাইনবাবগঞ্জে সরকারের গ্রহণ করা বড় প্রকল্পগুলোর মধ্যে অন্যতম এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান সর্ম্পকে স্থানীয় গণমাধ্যমকে অবহিত করা হয়নি। এমনকি সরকারি গণমাধ্যম বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়নি। স্থানীয় গণমাধ্যমকর্মীরা আক্ষেপ করে বলেন, ‘নিরবিচ্ছিন্ন বিদ্যুতের জন্য আন্দোলন করা চাঁপাইনবাবগঞ্জে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ। এটি জেলার জন্য বড় পাওয়া। বড় এই প্রাপ্তির উদ্বোধনী অনুষ্ঠানে গণমাধ্যমকর্মীদের আমন্ত্রণ জানানো হলে প্রচারণাটা ব্যাপক পাওয়া যেত’। আমনুরায় বিদ্যুৎকেন্দ্রটি উদ্বোধন হওয়া চাঁপাইনবাবগঞ্জের বিদ্যুতের লো-ভোলটেজ সমস্যা দুরহওয়াসহ বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা বহুলাংশে উন্নত হবে বলে আশা করা হচ্ছে। বিদ্যুৎ বিভাগ সূত্র জানিয়েছে, চাঁপাইনবাবগঞ্জে এখন ১৫০ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদিত হয়ে জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছে। নতুন এ কেন্দ্র চালু হওয়ায় বিদ্যুৎতের ভোল্টেজের সমস্যা অনেকাংশে দূর হবে, বিশেষ করে চাষাবাদের সময় চাঁপাইনবাবগঞ্জসহ এ অঞ্চলের যে বাড়তি বিদ্যুৎ প্রয়োজন হয়,তা অনেকটা পূরণ করা সম্ভব হবে বলে মনে করেন বিদ্যুৎ কর্তরা। এদিকে গণভবন থেকে একযোগে উদ্বোধনের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের আওতায় আনা হয়েছে সেগুলো হলো- ফরিদপুর সদর, রাজৈর, নওগাঁ সদর, কামারখন্দ, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া সদর, শালিখা, মেহেরপুর সদর, মদন এবং বেলাবো। এছাড়া উদ্বোধন করা চারটি বিদ্যুৎকেন্দ্র হলো- শিকলবাহা ২২৫ মেগাওয়াট, চাঁপাইনবাবগঞ্জ ১০০ মেগাওয়াট, সাল্লা ৪০০ কিলোওয়াট সৌরবিদ্যুৎ এবং সরিষাবাড়ী ৩ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র। উল্লেখ্য, আমনুরা এলাকায় ৯ একর জমির উপর ২০১৫ সালের ২৯ ডিসেম্বর তেল চালিত এ বিদ্যুৎ কেন্দ্রের নির্মানকাজ শুরু হয়েছিল। ১০৯৮ কোটি ৭৯ ল টাকা ব্যয়ে কেন্দ্রটি নির্মিত হয়েছে। এর পাশেই রয়েছে বেসরকারী সিনহা গ্রুপের ৫০ মেগাওয়াট বিদ্যূৎ উৎপাদন কেন্দ্র। চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-১২-১৭