শীতকালীন মাছ চাষে নতুন উদ্ভাবনী বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জে শীতকালীন মাছ চাষে নতুন উদ্ভাবনী বিষয়ক এক আলোচনা সভা বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।
সকালে জেলা মৎস্য দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মঞ্জুরুল হুদা, জেলা মৎস্য কর্মকর্তা শামসুল আলম শাহ, মৎস্য খামারের মালিক আকবর হোসেন, খাচায় মাছ চাষে জাতীয় পুরস্কার প্রাপ্ত মাছ চাষী মতিউর রহমান, জেলা থেকে জীবন্ত মাছ রপ্তানীকারক মাছ ব্যবসায়ী রাকিবুল ইসলাম বাবু।
সভায় জানানো হয়, শীতকালে তাপমাত্রা কমে যায়ওয়া মাছের খাবারের চাহিদা কমে যায়। এক্ষেত্রে নতুন নতুন উদ্ভাবনী ব্যবহার করে তাপমাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা সম্ভব। সভায় শীতকালীন মাছ চাষের অন্যান্য দিক নিয়েও আলোচনা করা হয়। সভায় চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার ৩০ জন মৎস্যচাষী অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭