বালিয়াডাঙ্গায় অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের বালুগ্রামে মহানন্দা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে বৃহস্পতিবার মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বেলা ১১ টার দিকে নদী তীরে বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ড এলাকাবাসীর উদ্দ্যোগে প্রায় ঘন্টাব্যাপি এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নদী তীরবর্তীসহ বিভিন্ন এলাকার নারী পুরুষ অংশ নেন। এ সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন,  বালিয়ডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়রম্যান তরিকুল ইসলাম, ৬ নং ওয়ার্ড সদস্য আব্দুল মতিন ও আবু সেলিম। বক্তারা বলেন, বালিয়ডাঙ্গা ইউনিনের তাহেরপুর থেকে রামজীবনপুর পর্যন্ত মহানন্দা নদী থেকে বালু উত্তোলন করায় বালুগ্রাম, তাহেরপুর, ও রামজীবনপুর গ্রাম হুমকির মধ্যে রয়েছে। বালু উত্তোলন বন্ধ করা না হলে মহানন্দা নদীর তীরে পাকা রাস্তা ও বাড়ি-ঘর যে কোন সময় নদী গর্ভে বিলিন হয়ে যেতে পারে।
পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭