চর আলাতুলির জঙ্গি আস্তানায় অভিযানে তিন জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের

চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার চরআলাতুলি ইউনিয়নের মধ্যচরে জঙ্গি আস্তানায় র‌্যাবের অভিযানের সময় বিস্ফোরণে তিন জঙ্গি নিহতের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাবের সাব ইন্সপেক্টর সোহেল রানা বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করেন। মামলায় অজ্ঞাত ৭/৮ জনকে আসামী করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি (অপারেশন) আতিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ত্রাস দমন আইনে দায়ের ওই মামলায় অজ্ঞাত ৭/৮ জন আসামীর মধ্যে নিহত তিন জঙ্গিও রয়েছেন।
এদিকে র‌্যাবের মিডিয়া উইং থেকে জানানো হয়েছে, অভিযানের সময় আটক তিনজনের মধ্যে জিজ্ঞাসাবাদের পর একজনকে ছেড়ে দেয়া হয়েছে। বাকী দুজনকে এখনো জিজ্ঞাসাবাদকরা হচ্ছে।
সোমবার দিবাগত রাতে আলাতুলির পদ্মার চরে একটি বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় জঙ্গি ও র‌্যাবের গুলি বিনিময়ের এক পর্যায়ে বাড়ির ভেতরে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে তিন জঙ্গি মারা যান। মঙ্গলবার ওই তিনজনের মরদেহ উদ্ধার করা এবং বৃহস্পতিবার বেওয়ারিশ লাশ হিসেবে তাদের মরদেহ দাফন করা হয়। এখনো তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ৩০-১১-১৭