ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা

‘দুর্নীতি হলে শেষ নিজে বাঁচবো, বাঁচবে দেশ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনাবগঞ্জের ভোলাহাটে দুর্নীতি প্রতিরোধ কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ভোলাহাটে উপজেলা প্রতিরোধ কমিটি ও সততা সংঘের আয়োজনে পোল্লাডাঙ্গা দীন মোহাম্মদ উচ্চ বিদ্যালয় মিলনায়তন কক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রধান শিক্ষক শরীফুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সভাপতি আলহাজ্ব হাসান আলী মাষ্টার, সাবেক ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন, দুপ্রক’র আলহাজ্ব ইখতিয়ার হোসেন, মোতাহার আলী মাষ্টার, আব্দুল বারী মাষ্টার, সাংবাদিক শরিফুল ইসলাম শরীফ, দুপ্রক’র সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল কাদির, শিক্ষক আব্দুল মান্নান, ম্যানেজিং কমিটির সদস্য জিয়াউর রহমান, শিক্ষক আখতারুল ইসলাম, ছাত্রদের মধ্যে ফাতিম ফুয়াদ।
অনুষ্ঠান শেষে উপস্থিত সকলেই দুর্নীতি প্রতিরোধমুলক শপথ বাক্য পাঠ করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, ভোলাহাট/ ১৮-১১-১৭

,