শিবগঞ্জে ৪দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভূমি অফিসের ই-নামজারি সিস্টেম ব্যবহারকারীদের চারদিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যানবেইস আইসিটি ল্যাবে একসেস ফর ইনফরমেশন প্রোগ্রাম এটুআই ভূমি সংস্কার বোর্ড ও উপজেলা রাজস্ব প্রশাসনের যৌথ উদ্যোগে এ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত সচিব ঢাকা ভূমি সংস্কার বোর্ডের সদস্য (ভূমি ব্যবস্থাপনা) বেগম সালমা আখতার জাহান।
কর্মশালায় উপজেলা নির্বাহী অফিসার মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের উপ-ভূমি সংস্কার কমিশনার এ কে এম বেনজামিন রিয়াজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. বরমান হোসেনসহ অন্যরা। কর্মশালায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ভূমি অফিসের ২৪ জন ভূমি কর্মকর্তা অংশগ্রহণ করেন। পরে প্রধান অতিথি প্রত্যেক প্রশিক্ষণার্থীদের মাঝে একটি ল্যাবটপ, একটি প্রিন্টার ও একটি স্ক্যানার তুলে দেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ১৮-১১-১৭

,