আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত

‘তথ্যের অধিকার- তথ্যই শক্তি, সুশাসনের হাতিয়ার দূর্নীতি থেকে মুক্তি’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জে আন্তর্জাতিক তথ্য জানার অধিকার দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসনের আয়োজনে সচেতন নাগরিক কমিটির (সনাক) এর সহযোগিতায় জেলা প্রশাসক কার্যালয় চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করে। র‌্যাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন চাঁপাইনবাবঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হাসান।
সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি গোলাম ফারুকের সভাপতিত্বে র‌্যালি ও আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) দেলোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আবু হায়াত মো. রহমতুল্লাহ, জেলা তথ্য অফিসার ওয়াহিদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিবসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, সুশিল সমাজের প্রতিনিধি ও সনাক সদস্যরা অংশগ্রহণ করেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭