শিবগঞ্জে ইয়াবাসহ ৩ জন আটক
চাঁপাইনবাবগঞ্জের কানসাট-বিনোদপুর আঞ্চলিক সড়কের চামাবাজার এলাকা থেকে বৃহস্পতিবার ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো উপজেলার বিনোদপুর ইউনিয়নের একবরপুর গ্রামের মৃত ফুদি মণ্ডলের ছেলে বাদল (৫০), একই গ্রামের সাইফুদ্দিনের ছেলে মজিবর রহমান (৫০) ও বিশ্বাসটোলার মৃত মহসিন আলীর ছেলে নাইমুর রহমান (৪৮)।
শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চামাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদল, মজিবর ও নাইমুরকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭
শিবগঞ্জ থানার এসআই শহীদুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে চামাবাজার এলাকায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ বাদল, মজিবর ও নাইমুরকে আটক করা হয়। এব্যাপারে শিবগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৯-১৭