ভোলাহাটে ১৩টি সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করণ

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বৃহস্পতিবার ১৩টি সরকারী জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সরকারি রাজস্ব খাতের আওতায় ২০১৭/১৮ অর্থবছরে ভোলাহাট উপজেলা মৎস্য অধিদপ্তরের ব্যবস্থাপনায় রুই, কাতল ও মৃগেল মাছের ৫ শ’ ৭৬ কেজি পোনা ভোলাহাটে বিভিন্ন সরকারী ১৩টি জলাশয়ে অবমুক্ত করা হয়।
সকালে উপজেলা পরিষদের আনন্দপুকুরে মাছের পোনা অবমুক্ত করণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার(ভূমি) মাসুদুর রহমান মাসুদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান লোকমান আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রখা, উপজেলা মৎস্য কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, শিবগঞ্জ উপজেলা মৎস্য সম্প্রসারন কর্মকর্তা রাকিবুল ইসলাম, নাচোল উপজেলা মৎস্য বীজ খামারের ব্যবস্থাপক আনোয়ারুল কবির। পরে পর্যায়ক্রমে বিভিন্ন ১৩টি জলাশয়ে পোনা অবমুক্ত করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,ভোলাহাট/ ২৮-০৯-১৭

,