আমের ক্যারেটে থেকে ২টি পিস্তল,৪টি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ ১জন আটক

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ স্থলবন্দর এলাকায় সোমবার আমের ক্যারেট থেকে দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ১ জনকে আটক করেছে র‌্যাব। আটককৃত ব্যক্তি হচ্ছে গোমস্তাপুর উপজেলার গোরীপুরের মৃত. মিঠু’র ছেলে সিজার (২৫)।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জে র‌্যাব-৫ ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সাকিবুল ইসলাম খান অভিযানে নেতৃত্বে সকাল ৮টার দিকে সোনামসজিদ-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ব্যাটারিচালিত একটি লোকাল অটো ভ্যানে আমের ক্যারেটে করে অবৈধ অস্ত্র নিয়ে যাবার সময় অভিযান চালায় র‌্যাব। পরে  আমের নীচে লুকিয়ে রাখা দুইটি বিদেশী পিস্তল, চারটি ম্যাগজিন ও পাঁচ রাউন্ড গুলিসহ ভ্যানে চালক সিজারকে আটক করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় একটি মামলা করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৮-০৮-১৭

,