স্বরুপনগর এলাকা থেকে যুবকের লাশ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার স্বরুপনগর এলাকা থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ওসি সাবের রেজা আহম্মেদ জানান, স্থানীয়দের দেয়া খবরের ভিত্তিতে স্বরুপনগর গ্রামের আব্দুল খায়ের এর বাড়ির পেছনে পানি উঠানোর পাম্পের তারে জড়িয়ে থাকা অবস্থায় ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। তিনি আরো জানান, ধারনা করা হচ্ছে পানি উঠানোর ওই পাম্পটি চুরি করতে গিয়েই বিদ্যূৎস্পৃষ্ট হয়ে ওই যুবকের মৃত্যু হয়। এ ব্যাপারে সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল মর্গে মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হবার পর মরদেহ সেখানেই রাখা হয়েছে। তবে সন্ধ্যা পর্যন্ত মরদেহের পরিচয় মেলেনি। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভাকে মরদেহটি বেওয়ারিশ হিসেবে দাফনের অনুরোধ জানিয়ে পত্র দেয়া হয়েছে বলেও জানান উপপরিদর্শক আজিম।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৮-০৮-১৭