নাচোলে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কসবা ইউনিয়নে কমিউনিটি পুলিশিংয়ের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন বিষয়ে আলোকপাত করা হয়।
বৃহস্পতিবার বিকালে কসবা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে নাচোল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহতাব উদ্দিনে সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি ছিলেন গোমস্তাপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এটিএম মাইনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের এসআই (সিপিও) আয়নাল হক, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, নাচোল থানা কমিউনিটি পুলিশিংয়ের সদস্য সচিব আমিরুল ইসলাম।
সভায় বক্তারা মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস, বাল্যবিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতনবিরোধী বক্তব্য তুলে ধরেন। একই সঙ্গে এসব বিষয়ে সবাইকে সচেতন ভূমিকা রাখার পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে যথাযথ সহায়তা করার আহ্বান জানান তারা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, নাচোল/ ১০-০৮-১৭

,