নানান আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসি দিবস পালিত

চাঁপাইনবাবগঞ্জে নানান আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী দিবস পালিত হয়েছে। বুধবার সকালে আদিবাসী দিবস উপলক্ষ্যে র‌্যালী, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দুপুরে সড়কের আলীনগর উচ্চ বিদ্যালয় চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদিক্ষণ করে টাউন কাব মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। আদিবাসী সমন্বয় কমিটির চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আহ্বায়ক হিংগুমুরমূ’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সংসদ সদস্য আব্দুল ওদুদ, গোলাম মোস্তফা বিশ্বাস, জাতীয় হিন্দু কেন্দ্রীয় কমিটির মহাসচিব এ্যাড. গোবিন্দ চন্দ্র প্রামানিক, জাতীয় আদিবাসি কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সদর উপজেলার গোবরাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু, সাংবাদিক আনোয়ার হোসেন দিলু, লাহান্তী ফাউন্ডেশনের পরিচালক এভারেষ্ট হেমভ্রম।
সভায় বক্তারা দেশের বিভিন্ন স্থানে আদিবাসীদের নির্যাতনের শিকার হচ্ছে উল্লেখ করে আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতি ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
পরে আদিবাসীদের সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বর্ণাঢ্য এই আয়োজনে বরেন্দ্র অঞ্চলসহ বিভিন্ন এলাকার আদিবাসীরা অংশ নেন।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ১০-০৮-১৭