শিবগঞ্জে ২১৬-তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্সের উদ্বোধন

বাংলাদেশ স্কাউটস শিবগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে দিনব্যাপি ২১৬-তম স্কাউট ওরিয়েন্টেশন কোর্সের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো: শফিকুল ইসলাম। এসময় সহকারী কমিশনার (ভূমি) কল্যাণ চৌধুরী, উপজেলা একাডেমিক সুপারভাইজার আবদুল মান্নান, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সম্পাদকসহ শিবগঞ্জ উপজেলার স্কাউট নেতারা উপস্থিত ছিলেন। শিবগঞ্জকে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে গড়ে তোলার কার্যক্রমের প্রারম্ভিক পদপে হিসেবে এ ওরিয়েন্টশেনটি খুব গুরুত্বপূর্ন বলে বক্তারা মতামত দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিবগঞ্জ উপজেলার স্কাউটসের কার্যক্রমকে অল্পকিছু দিনের মধ্যে আরো গতিশীল করতে এবং উপজেলার ইউনিয়নসমূহে আশু বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্কাউটস সদস্যদের অগ্রণী ভূমিকা পালন করার জন্য অনুরোধ জানান। পাশাপাশি শিবগঞ্জকে শতভাগ স্কাউটিং উপজেলা হিসেবে গড়ে তোলার েেত্র তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক, শিবগঞ্জ/ ২৪-০৮-১৭

,