শিবগঞ্জে আগুনে পুড়ে গেছে ট্রান্সফর্মার

চাঁপাইনবাবগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির কানসাট সাব স্টেশনের ১নং ফিডারের যুক্তরাধাকান্তপুর বহলাবাড়ি মোড়ের ৩৭.৫ ট্রান্সফর্মার সংযুক্ত কাঠের পিলারে আগুনে ট্রান্সফর্মারটি পুড়ে যায়। ফলে কানসাট পল্লী বিদ্যুৎ এর ১১ কেভি বিদ্যুৎ লাইন বন্ধ হয়ে যায়। সোমবার ভোর ৩টা ৩০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে কন্ট্রোল রুমে ফোন করা হলে ডিউিটিরত টেকনিশিয়ান দেলোয়ারকে বারবার ফোন করা হলেও তাকে পাওয়া যায়নি। অবশেষে প্রায় ২৫ মিনিট পরে যুক্তরাধাকান্তপুরের টেকনিশিয়ান আবুকে খবর দিয়ে আগুন নিভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে শিবগঞ্জ ফায়ার সার্ভিসের একটি টিম এসে আগুন নিভাতে সক্ষম হয়। জানাগেছে, পল্লী বিদ্যুৎ এর ওই ট্রান্সফর্মার সংযুক্ত কাঠের পিলারে ট্রান্সফর্মারের লুজ কানেকশান থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটনা ঘটেছে বলে পল্লী বিদ্যুৎ এর মহারাজপুর সাব স্টেশনের টেকনিশিয়ানরা জানায়। তবে আগুন লাগার প্রকৃত কারণ সঠিক ভাবে বলতে পারেনি পল্লী বিদ্যুৎ এর সিনিয়র টেকনিশিয়ানেরা। ইতিপূর্বে একই মোড়ে বিদ্যুৎ এর খুঁটিতে ২ বার অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায়, পল্লী বিদ্যুৎ এর দায়িত্বহীরতার কারণে একই পিলারের ট্রান্সফর্মার পুড়ে গেলে গ্রাহকদের ৫৩ হাজার জরিমাণ দিতে হয়। এবারো সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বহীরতার কারণেই আগুন ধরেছে বিদ্যুৎ খুঁটিতে। কবে নাগাদ ১নং ফিডার চালু করা হবে তা বলতে পারেনি কানসাট পল্লী বিদ্যুৎ অফিস।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক,শিবগঞ্জ/ ২৪-০৭-১৭

,