চাঁপাইনবাবগঞ্জে কৃতিসন্তান ইদ্রিস আহমেদ মিয়ার জন্মবার্ষিকী ও সম্মাননা (মরণোত্তর) প্রদান

চাঁপাইনবাবগঞ্জের কৃতিসন্তান প্রখ্যাত সমাজ হিতৈষী ও সাহিত্যানুরাগী ব্যক্তিত্ব ইদ্রিস আহমেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর অবদানসমূহ শিশুদের মাঝে তুলে ধরা এবং সম্মাননা (মরণোত্তর) প্রদান করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলা বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে সোমবার সকালে গ্রীণ ভিউ উচ্চ বিদ্যালয়ে শিশুদের নিয়ে চিত্রাংকন ও কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়। পরে বেলা সাড়ে ১১ টার দিকে সার্কিট হাউসে ইদ্রিস আহমেদ মিয়ার জন্মবার্ষিকী উপলক্ষ্যে তাঁর অবদানসমূহ শিশুদের মাঝে তুলে ধরা এবং সম্মাননা (মরণোত্তর) প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তৌফিকুল ইসলাম। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা  শফিকুল আলম সহ অন্যরা। পরে ইদ্রিস আহমেদের পরিবারের সদস্যের হাতে সম্মাননা (মরণোত্তর) প্রদান ও চিত্রাংকন ও কবিতা আবৃত্তি প্রতিযোগী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৭