বেতন ভাতা সরকারের খাত থেকে প্রদানের দাবিতে পৌর কর্মচারীদের কর্মবিরতি

কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতাদী সরকারের রাজস্ব খাত থেকে প্রদানের দাবীতে চাঁপাইনবাবগঞ্জে সোমবার অর্ধদিবস অবস্থান কর্মসুচী পালিত হয়েছে।  চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার প্রধান ফটকে সামনে জেলার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অবস্থান ধর্মঘট কর্মসূচী পালন করে।
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের আয়োজনে সকালে পৌর কর্মকর্তা-কর্মচারীদের দাবীর প্রতি সংহতি জানিয়ে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র মোহাম্মদ নজরুল ইসলাম। দাবি বাস্তবায়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার নির্বাহী প্রকৌশলী সাদিকুল ইসলাম, সহ-প্রকৌশলী রোকনুজ্জামান, পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মার্কেট পরিদর্শক তরিকুল ইসলাম মজনু, সাধারণ সম্পাদক  রুহুল আমিন, শহর পরিকল্পনাবিদ এমরান হোসেন, নূর আলম, একাউন্ট অফিসার আহসান হাবিব, ক্যাশিয়ার বাশিরুল হক। সংহতি জানিয়ে কর্মসুচীতে অংশ নেন পৌর কাউন্সিলরগণও। বক্তারা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।
শিবগঞ্জ 

আমাদের শিবগঞ্জ প্রতিবেদক জানান, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশনসহ রাষ্ট্রীয় অন্যান্য সুবিধা কোষাগার হতে প্রদানের দাবিতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতি পালিত হয়েছে। শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন শিবগঞ্জ পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন, সহ সভাপতি মজিবর রহমান, সাধারণ সম্পাদক আবদুল বাতেন, সহ সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ ইসরাফিল, পৌরসভার হিসাবরক্ষক আবদুল কুদ্দুস, লাইন্সেস পরিদর্শক রফিকুল ইসলাসহ অন্যরা।

রহনপুর
আমাদের রহনপুর প্রতিবেদক জানান, পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা, পেনশনসহ রাষ্ট্রীয় অন্যান্য সুবিধা কোষাগার হতে প্রদানের দাবিতে গোমস্তাপুরের রহনপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালিত হয়েছে। রহনপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের আয়োজনে সোমবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত পৌর চত্বরে এ কর্মসূচি পালিত হয়। এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সহ-সভাপতি সৈয়দ আব্দুল মুকিত , রহনপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারী এসোসিয়েশনের সভাপতি ইসমাইল হোসেন, রহনপুর পৌরসভার সচিব(ভারপ্রাপ্ত) রওনক-ই- খোদাসহ অন্যরা।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২৪-০৭-১৭


, ,