রিমান্ড শেষে ৭ জঙ্গি কারাগারে ২ জনের পূনরায় রিমান্ড আবেদন

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গিবিরোধী পুলিশের বিশেষ অভিযানে ৫৭ কেজি বিস্ফোরকসহ গ্রেপ্তার হওয়া জেএমবি সদস্য ৭ জঙ্গির ৩ দিনের রিমান্ড শেষ হয়েছে শুক্রবার। রিমান্ড শেষে বিকেলে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
এদিকে নতুনভাবে ২ জঙ্গিকে ৭ দিনের পূনরায় রিমান্ডের জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা ও নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছির উদ্দীন জানান, সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার হওয়া জঙ্গিদের ৩ দিনের রিমান্ড শেষে শুক্রবার বিকেলে সকলকে কারাগারে পাঠানো হয়েছে। ৩ দিনের রিমান্ডকালীন জিঞ্জাসাবাদে তাঁরা অনেক তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাই করা হচ্ছে। এঁদের মধ্যে হারুন অর রশিদ (২৫) ও নাসিম রেজা ওরফে শাহিনকে (২০) পূনরায় ৭ দিনের রিমান্ডের জন্য আদালতে আবেদন করা হয়েছে। আগামী রোববার আদালতে এ বিষয়ে শুনানি হবে। উল্লেখ্য, ১০ মে বুধবার রাত থেকে ১২ মে শুক্রবার সকাল পর্যন্ত দু’দিনব্যাপী চাঁপাইনবাবগঞ্জের ৩ উপজেলায় জঙ্গিবিরোধী পৃথক অভিযানে ১২৫ এমএল এর ৪২০টি টিউবে সাড়ে ৫২ কেজি ভারতে তৈরী এক্সপ্লোসিভ পাওয়ার জেল (বিস্ফোরক), সাড়ে ৪ কেজি গান পাউডার ও ২২টি জিহাদী বইসহ ৭ জঙ্গিকে  গ্রেপ্তার করে পুলিশ।

চাঁপাইনবাবগঞ্জ নিউজ/ নিজস্ব প্রতিবেদক/ ২০-০৫-১৭